ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুদের পরিবেশনায় নাটক গান নৃত্যে জমজমাট শিল্পকলা

প্রকাশিত: ০৯:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৯

  শিশুদের পরিবেশনায় নাটক গান নৃত্যে জমজমাট শিল্পকলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একাডেমিতে চলছে চতুর্দশ শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব। শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন আয়োজিত এ উৎসবের রবিবার ছিল তৃতীয়দিন। এদিন একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকাল থেকে শুরু হয় নাটক মঞ্চায়ন। রাজশাহীর ভোর হলো নাট্যদলের পরিবেশনায় ছিল নাটক ‘প্রসন্ন প্রকৃতি’। দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী’র রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুল্লাহ সরকার। সিরাজগঞ্জের নাট্যনিকেতন পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে দিলীপ কুমার গৌরের নাট্যরূপ ও নির্দেশনায় নাটক ‘ছুটি’। মোঃ সোহেল রানার রচনা ও নির্দেশনায় রাঙ্গামাটির জেলা শিল্পকলা একাডেমির শিশু নাট্যদলের পরিবেশনায় নাটক ‘তারুণ্যের আহ্বান’, সম্বিত সাহার রচনা ও নির্দেশনায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি নাট্যদলের পরিবেশনায় নাটক ‘পাখির ডানা’ মঞ্চস্থ হয়। একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আবৃত্তি, একক অভিনয় ও ৭ মার্চের ভাষণ পরিবেশন করে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি, চুয়াডাঙ্গা, রাজশাহী, নওগাঁ, নাটোর, রাঙ্গামাটি, মাদারীপুর, শরিয়তপুর ও দিনাজপুরের শিশু-কিশোররা। এছাড়া দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর রচনায় ‘চিড়িয়াখানা’ নাটক মঞ্চস্থ করে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল। জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকালে সমবেত গান ও নৃত্য এবং একক গানে অংশ নেয় সিরাজগঞ্জ, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, নওগাঁ, নাটোর, রাঙ্গামাটি, মাদারীপুর ও শরিয়তপুর জেলা শিল্পকলা একাডেমির শিশুরা। সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে বিকাল থেকে শুরু হয় নাটক মঞ্চায়ন। এতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলাকেন্দ্রর শিশুরা পরিবেশন করে রেবা সাহা ও এস এম সেলিমের রচনা ও নির্দেশনায় নাটক ‘বাল্যবিবাহ’, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির শিশু নাট্যদলের পরিবেশনায় ছিল নাটক ‘আলোর পথে’। নাটকটি রচনা করেন স্বপন মাহামুদ এবং নির্দেশনায় ছিলেন সানজিদা ইসলাম ডলি। নাটোর ভোর হলো শিশু-কিশোর থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় ‘বইবই হইচই’। নাটকটি রচনা করেন রফিকুল হক এবং নির্দেশনায় ছিলেন বিভাষ রায়। এছাড়া শরিয়তপুর জেলা শিল্পকলা একাডেমির শিশু নাট্যদল পরিবেশন করে আনিসুর রহমানের রচনায় সুজাতা রাণী দে’র নির্দেশনায় নাটক ‘আমাদের মীনা’। এছাড়া একাডেমির জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিও, সঙ্গীত ও নৃত্যকলা প্রাঙ্গণ ও চিত্রশালা প্লাজায় প্রতিদিন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধু পুষ্পকানন নির্মাণ, শিশু সমাবেশ, এ্যাক্রোবেটিক প্রদর্শনী ও মঞ্চকুঁড়ি পদক প্রদান ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উৎসবের তৃতীয়দিনে অতিথি ছিলেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, হাসান ইমাম, কে এস ফিরোজ, নাদিয়া আহমেদ, শারমিন লাকী, মাহিদুল ইসলাম, অভিজিৎ সেনগুপ্ত, মাসুম আজিজ, বৃন্দাবন দাস, রোজী সিদ্দিকী, তামান্না রহমান, দীপা খন্দকার, মুনমুন আহমেদ ও মীর বরকত। উৎসবের চতুর্থদিন আজ সোমবার একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টা থেকে শুরু হবে নাটক, গান, নাচসহ বিভিন্ন পারফর্মেন্স। ৬৪ জেলার সাংস্কৃতিক দল এবং ৯৫টি শিশু নাট্য সংগঠনের দশ হাজারেরও বেশি শিশুর অংশগ্রহণে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।
×