ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান বেগম নাছিমা বেগম

প্রকাশিত: ০৮:০১, ২২ সেপ্টেম্বর ২০১৯

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান  বেগম নাছিমা বেগম

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব বেগম নাছিমা বেগম এনডিসি। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য হিসেবে এবং আরও ৫ জনকে কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অবৈতনিক সদস্যরা হচ্ছেন- বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র এ্যাডভোকেট তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান এবং সাবেক সচিব ড. নমিতা হালদার। সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ অনুযায়ী নাছিমা বেগম, এনডিসিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিশনের চেয়ারম্যান পদে থাকাকালীন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের একজন বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।এর আগে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কাজী রিয়াজুল হক। গত ১ আগস্ট পর্যন্ত তার মেয়াদ ছিল এই পদে। তবে নির্ধারিত মেয়াদের একমাস আগেই তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে গত প্রায় তিন মাস চেয়ারম্যান ছাড়াই চলছিল মানবাধিকার কমিশন।
×