ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার দুর্নীতিতে নিমজ্জিত ॥ ফখরুল

প্রকাশিত: ০৯:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৯

 সরকার দুর্নীতিতে  নিমজ্জিত ॥  ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারী দলের লোকেরা দুর্নীতিতে নিমজ্জিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মন্তব্য করেছেন একের পর এক ঘটনায় সরকারের থলের বিড়াল বেরিয়ে আসছে। জিয়াউর রহমান দেশে ক্যাসিনো চালু করেছেন বলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফের দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা এই সমস্ত কথা বলে নিজেদের দোষ এড়িয়ে যেতে চায়। অথচ তাদের লোকজনই ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত। এখন তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাচ্ছে। ফখরুল বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত এখন দুর্নীতিতে নিমজ্জিত প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয়, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ সকল কাঠামো ভেঙ্গে দিয়েছে। সত্যিকার অর্থে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চাচ্ছে। ফখরুল বলেন, সরকারের লোকেরা অভিযোগ করছে যারা ধরা পড়ছে তারা আগে বিএনপি করত, যুবদল করত। এই ধরনের কথা-বার্তা বলে তো লাভ নেই। দেশের মানুষ বুঝে। বর্তমান সরকার সব সময় নিজের দোষ এড়িয়ে যেতে চায়। অথচ সরকারী দলের লোকেরাই সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। মির্জা ফখরুল বলেন, জনগণের রোষের কাছ থেকে কেউ নিস্তার পাবে না। তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও এখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এ কারণে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থার অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠুভাবে ছাত্রদলের নির্বাচন সম্পন্ন করে দুজন মেধাবী ছাত্রনেতা নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এই নেতৃত্ব বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র মুক্তির আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা সবাই বিশ্বাস করি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দেশের মানুষের প্রতি সবার সেই বিশ্বাস আছে যে, তারাই আন্দোলনে সফল হবে। খালেদা জিয়ার মুক্তির জন্য ছাত্রদল দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং তাঁর মুক্তি না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না, এই হোক আজকের শপথ। ছাত্রদলের কাউন্সিলের অর্জন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সকল ষড়যন্ত্র-চক্রান্ত ভেদ করে ছাত্রদলের কাউন্সিল করা হয়েছে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের মধ্য দিয়ে। কাউন্সিল বন্ধ করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তারপরও অত্যন্ত সফলভাবে ছাত্রদলের কাউন্সিল হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল আহাসান, নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ। ছাত্রদলের নবনির্বাচিত দুই নেতাসহ সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা জিয়ার মাজারের সামনে মুষ্টিবদ্ধ হাত সামনে রেখে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের থলের বিড়াল বেরিয়ে আসছে- ড. মোশাররফ ॥ একের পর এক ঘটনায় সরকারের থলের বিড়াল বেরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওলামা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আগে কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করতে হবে। ড. মোশাররফ বলেন, ক্যাসিনোগুলো প্রশাসনের সহযোগিতায় চলছে, তা না হলে থানা থেকে কয়েক গজ দূরে এরকম ক্যাসিনো চলতে পারে না। সম্প্রতি দেশের মানুষ দেখছেন আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা কিভাবে অবৈধভাবে ঢাকা শহরে ক্যাসিনো চালাচ্ছে। কিভাবে লুট করছে চাঁদাবাজি করছে। একজন যুবলীগ নেতার বাড়িতে ১৮০ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। বৈদেশিক মুদ্রার বস্তা পাওয়া গেছে। তবে সেখানে নগদ টাকা কত পাওয়া গেছে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। আয়োজক সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
×