ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পারভেজ হত্যায় জড়িত বাসচালক ও কন্ডাক্টর গ্রেফতার

প্রকাশিত: ০৯:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৯

 পারভেজ হত্যায় জড়িত বাসচালক ও  কন্ডাক্টর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় গায়ক পারভেজ রবকে চাপা দিয়ে হত্যা করার ঘটনায় জড়িত বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- আক্তার ও সুমন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে- ওই সময় চালকের পরিবর্তে বাসটি চালাচ্ছিল কন্ডাক্টর। চালক সুমন বাসটি না চালিয়ে পাশের সিটে বসে ছিলেন। আর ড্রাইভিং সিটে বসেন কন্ডাক্টর আক্তার হোসেন। টঙ্গী থেকে আসা ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল কন্ডাক্টর। বাসটি তুরাগে আসার পর সদরঘাটগামী অপেক্ষমাণ যাত্রী সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রবকে চাপা দেয়। পরিস্থিতি বুঝে ঘটনাস্থলেই বাস ফেলে পালিয়ে যায় সুমন ও আক্তার। সেখানেই মারা যান পারভেজ রব। ঘটনার পর মামলা করা হয়। গা ঢাকা দেয় সুমন ও আক্তার। দু’জনই একসঙ্গে ঢাকা ত্যাগ করে। গত ১৩ সেপ্টেম্বর তাদের ব্যবহৃত মোবাইলফোন যমুনা নদীতে ফেলে দেয়া হয়। তবে তাতেও রক্ষা হয়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় চালক মোঃ সুমন এবং সহকারী (কন্ডাক্টর) আক্তার হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইড় বাজার এলাকা থেকে চালক সুমনকে এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন দিনারা এলাকা থেকে কন্ডাক্টর আক্তার হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বাস চাপার ঘটনা ও গ্রেফতার সম্পর্কে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সুমন জানায়, ঘটনার সময় বেপরোয়া গতির ওই বাসটির চালকের আসনে ছিল না সে। সে পাশের সিটে বসে ড্রাইভিং সিটে বসিয়ে দেয় কন্ডাক্টর আক্তার হোসেনকে। ওইটাই কাল হয়। বেপরোয়া গতিতে বাসটি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায় আক্তার। গোয়েন্দা পুলিশের ডিসি মশিউর বলেন, বাসটির আসল চালক সুমনের ড্রাইভিং লাইসেন্স থাকলেও কন্ডাক্টর আক্তারের নেই। তারপরও তিনি বাসটি চালাচ্ছিলেন। আক্তার মাঝে-মধ্যেই সুযোগ পেলেই ড্রাইভিং সিটে বসতেন। চালক ও কন্ডাক্টরকে তুরাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড মঞ্জুর হলে তাদের বিশদভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগর উত্তরের একটি টিম দল বিশেষ অভিযান চালিয়ে সুমন ও আক্তারকে গ্রেফতার করে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ৫ সেপ্টেম্বর সকালে ভিক্টর পরিবহনের বাসটি চালাচ্ছিল কন্ডাক্টর আক্তার, চালক সুমন তখন পাশে বসা ছিল। এদিকে পারভেজ রবের মৃত্যুর দু’দিন পর ভিক্টর পরিবহনের আরেকটি বাস পারভেজ রবের ছেলে ইয়াছির আলভী রব ও আলভীর বন্ধু মেহেদী হাসান ছোটনকে চাপা দেয়। এতে আলভী আহত এবং মেহেদী নিহত হন। তা নিয়ে উত্তরা পশ্চিম থানায়ও আরেকটি মামলা হয়।
×