ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যেকোনো হামলাকারীকে ধ্বংস করার হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: ০৮:৩২, ২১ সেপ্টেম্বর ২০১৯

 যেকোনো হামলাকারীকে ধ্বংস করার হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক ॥ যেই হামলা চালাবে পিছু নিয়ে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের অভিজাত রেভোলুশনারি গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। এমনকী সীমিত হামলা চালালেও ছাড়া হবে না বলে শনিবার জানিয়েছেন তিনি। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ঘটনায় মার্কিন কর্মকর্তারা তেহরানকে দায়ী করার পর তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। “হুঁশিয়ার, সীমিত হামলা সীমিত থাকবে না। যেকোনো হামলাকারীর পিছু নিবো আমরা এবং হামলাকারী পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত থামবো না,” ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে বলেছেন জেনারেল সালামি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রতিবেদনে রেভোলুশনারি গার্ডের এয়ারোস্পেস শাখার প্রধান আমিরালি হাজিজাদেহ বলেছেন, ইরানের ওপর যেকোনো হামলা ‘বিপর্যয়কর প্রতিরোধের’ মুখে পড়বে। বিভিন্ন সময় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী যেসব ড্রোন ভূপাতিত করেছে শনিবার ইরানের রাজধানী তেহরানে সেগুলোর এক প্রদর্শনী উদ্বোধনের পর রেভোলুশনারি গার্ডের এ দুই শীর্ষ কর্মকর্তা এসব কথা বলেন। ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি তেল স্থাপনায় একযোগে হামলা চালানো হয়। এতে ওই দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও সৌদির দৈনিক তেল উৎপাদন হ্রাস পেয়ে অর্ধেকেরও নিচে নেমে যায়। ইরান সমর্থিত ইয়েমেনে হুতি বিদ্রোহীরা হামলাটির দায় স্বীকার করেছে; কিন্তু ইরান এ হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার পর সৌদির বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করার জন্য সেখানে আরও মার্কিন সৈন্য পাঠানোর অনুমতি দিয়েছেন যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
×