ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

প্রকাশিত: ০৮:২০, ২১ সেপ্টেম্বর ২০১৯

 কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির, নয়াবাদ মসজিদ ও দীপ্ত জীবন হাসপাতাল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। শনিবার সকাল সাড়ে ৯টায় কাহারোলে এসব ঐতিহাসিক স্থাপত্য ও হাসপাতাল পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। এসময় তাঁর সাথে ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিভিল সার্জেন আব্দুল করিম, জেলা পরিষদের সদস্যআতাউর রহমান বাবু, বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বৃষ্টি আক্তার, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক কামাল হোসেন, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী প্রমূখ।
×