ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বিলের পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৮:২০, ২১ সেপ্টেম্বর ২০১৯

 দিনাজপুরে বিলের পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় ওই নৌকাতে থাকা অপর ২জন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুড়ার বিলে এই ঘটনা ঘটে। এতে নিহত ৩ ও আহত ২ শিক্ষার্থীর বাড়ি দিনাজপুর শহর, কাহারোল উপজেলা ও ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। নিহত ও আহত শিক্ষার্থীদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। নিহত ৩ জন হলেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের ছাত্রী ফারিয়া আক্তার মৌ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র হাসনাত দিপ্ত এবং রাফিদ ইসলাম। গুরুতর আহত ২ শিক্ষার্থী হলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র মনোয়ার হোসেন ও অন্তু মিয়া। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ও নবাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৪ ছাত্র ও দিনাজপুর সরকারী মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুড়ার বিলে বেড়াতে যায়। সেখানে কাঠের তৈরি ব্রীজ ও শালবন ঘুরে দেখার পর তারা নৌকায় উঠে বিল ঘুরে দেখছিল। বিলের মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও ঘুরতে যাওয়া পর্যটকরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক একছাত্রীসহ ২ ছাত্রকে মৃত ঘোষণা করেন।
×