ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স

প্রকাশিত: ০২:১৩, ২১ সেপ্টেম্বর ২০১৯

ভোলায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ লিড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচীর আওতায় ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে আজ শনিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শহরে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। পরে ভোলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে ভোলা মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ ব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা শিক্ষা অফিসের শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ভোলা মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপন মাসুম ইকবাল, স্কুল ছাত্রী অহনা,ছাত্র সাকিব প্রমুখ। এ সময় বক্তারা, শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সর্ম্পকে ধারনা দেন। পাশাপাশি স্কুল জীবনে সঞ্চয় করার উপকারী দিক গুলো তুলে ধরেন ও তাদেরকে স্কুল ব্যাংকিং এ অংশ নেয়ার জন্য আহবান জানান। এসময় ভোলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শত ছাত্রছাত্রী অংশ নেন। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগীতা শেষে পুরুস্কার বিতরণ করা হয়।
×