ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান ॥ ক্লাব সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৪, ২১ সেপ্টেম্বর ২০১৯

 কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান ॥ ক্লাব সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীজুড়ে ক্যাসিনো ও ক্লাবকেন্দ্রিক অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নেন র‌্যাব সদস্যরা। পরে ক্লাব সভাপতি ও কৃষকলীগ নেতা শফিকুল আলম ফিরোজসহ ৫ জনকে গ্রেফতার করে। সন্ধ্যা সাতটা ১০ মিনিটে শফিকুল আলমকে নিয়ে ক্লাবে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল। রাতে আশিক বিল্লাল এক সংবাদ সম্মেলনে জানান, কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানের সময় সাত প্যাকেট হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে। বাংলাদেশে এর আগে এ ধরনের ইয়াবা পাওয়া যায়নি। এ ইয়াবায় কোন গন্ধ নেই। এটা একটি নতুন ধরনের ইয়াবা। এছাড়া অভিযানে একটা বিদেশী পিস্তলসহ তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। ক্যাসিনোতে যুক্তরাষ্ট্রে তৈরি খেলার কয়েন, স্কোরবোর্ড ও ৫৭২ প্যাকেট তাস উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হবে জানান র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল। এর আগে দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়। এর আগে বিকেলে নিকেতনে ঠিকাদার জি কে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান শেষ হয়।
×