ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিউনিসিয়ার সাবেক স্বৈরশাসক বেন আলির মৃত্যু

প্রকাশিত: ১০:১৯, ২১ সেপ্টেম্বর ২০১৯

 তিউনিসিয়ার সাবেক  স্বৈরশাসক বেন আলির মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন এল-আবিদিন বেন আলির (৮৩) মৃত্যু হয়েছে সৌদি আরবে। তিনি দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক। দীর্ঘদিন ধরে সৌদি আরবে নির্বাসিত ছিলেন। বৃহস্পতিবার সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সংবাদমাধ্যকে জানিয়েছে তার পরিবার। খবর ওয়েবসাইটের। বেন আলির আইনজীবী মুনির বেন সালহা জানিয়েছেন, বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সৌদির হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, আফ্রিকান দেশ তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ চাহেদও দেশটির প্রায় ২৩ বছর শাসন করে আসা বেন আলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সৌদি আরবে বেন আলির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মুনির বেন সালহা। ১৯৮৭ সালের ৭ নবেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন বেন আলি। ২০১১ সালে তার বিরুদ্ধে ব্যাপক গণঅভ্যুত্থান শুরু হয়। পরে তার স্বৈরশাসনে অতিষ্ঠ জনগণের গণতান্ত্রিক আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি পালিয়ে যান তিনি।
×