ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সমাজকে আগে দুর্নীতিমুক্ত করা প্রয়োজন ॥ বাংলাদেশ গণ ঐক্য

প্রকাশিত: ০১:৪৭, ২০ সেপ্টেম্বর ২০১৯

সমাজকে আগে দুর্নীতিমুক্ত করা  প্রয়োজন ॥ বাংলাদেশ গণ ঐক্য

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ গণ ঐক্য নামে একটি সংগঠন এক সমবেশে থেকে দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানিয়ে দুর্নীতিবাজদের উদ্দেশে ঝাঁটা প্রদর্শন করেছে । আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করে তারা। সমাবেশে বক্তারা বলেন, সমাজে আজ রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ছেয়ে গেছে। জনগণ সোচ্চার না হলে এই দুর্নীতি থামানো যাবে না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দেশে দুর্নীতি কমানো না গেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব না। তাই সমাজকে দুর্নীতিমুক্ত করা আগে প্রয়োজন। চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ প্রতিটি পদক্ষেপের সঙ্গে দুর্নীতি জড়িত রয়েছে উল্লেখ করে তারা বলেন, আমাদের দেশ এগিয়ে যাওয়ার যে ধারা সৃষ্টি হয়েছে তা দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিটি ক্ষেত্রের কর্তাব্যক্তিরা দুর্নীতিতে জড়িত হয়ে পড়ছেন। তাই জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই। বাংলাদেশ গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা বাহরানে সুলতান বাহার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ গণ ঐক্যের ঢাকা মহানগর শাখার নেতা ঈমাম আহমেদ, শ্রমিক নেতা শফিকুল ইসলাম নেওয়াজ প্রমুখ।
×