ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে শিশুকে আটকে রেখে বিল আদায়ের চেষ্টা

প্রকাশিত: ১১:২০, ২০ সেপ্টেম্বর ২০১৯

হাসপাতালে শিশুকে আটকে রেখে বিল আদায়ের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ॥ বিলের জন্য ১০ দিন বয়সী এক শিশুকে আটক রাখায় কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। শিশুটির পিতা দিনমজুর সুজন জানান, তার নবজাতক শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়ায় কয়েকদিন আগে সাজেদা হাসপাতালে নিয়ে যান। এ সময় তাদের অনুমতি না নিয়ে বা টাকা পয়সার বিষয়ে কিছু না জানিয়ে এনআইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। বৃহস্পতবিার বেলা ১১টার দিকে শিশুটিকে ছাড়পত্র দেয়া হয়। এ সময় হাসপাতালের বিল বাবদ ৩১ হাজার টাকার রশিদ দেয়া হয় তাকে। কিন্তু হতদরিদ্র সুজনের পক্ষে ওই টাকা পরিশোধ করা অসম্ভব হয়ে যায়। বিষয়টি তিনি হাসপাতালে ম্যানেজার শাহজালাল ফরাজিকে জানান। সুজন বলেন, বার বার বলার পরও তারা টাকা ছাড়া আমার বাচ্চাকে দেবেন না বলে জানিয়ে দেন। এমনকি বাচ্চাকে দুধ খাওয়াতে দেয়নি। পরে একজনের পরামর্শে বিকেলে উপজেলা পরিষদ কোনাখোলায় গিয়ে ম্যাজিস্ট্রেট এর কাছে অভিযোগ করি। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, ঘটনাটি শোনার পর আমার কাছে অমানবিক মনে হয়েছে। আমি সঙ্গে সঙ্গে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেই। হাসপাতালের বিল বাবদ সুজনের কাছে থাকা সাড়ে ৪ হাজার টাকা দেয়া হয়। অভিযানের সময় হাসপাতালের ম্যানেজারসহ অনেকেই পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, জরিমানা ছাড়াও অপর এক রোগীর স্বামীর কাছ থেকে ১৬০০ টাকা অতিরিক্ত বিল নেয়ার অভিযোগ তাৎক্ষণিক পাওয়া যায়। এ সময় অতিরিক্ত বিল নেয়ার বিষয়টি প্রমাণ হওয়ায় ১৬০০ টাকা ফেরত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে সাজেদা হাসপাতালে গেলে ব্যবস্থাপককে পাওয়া যায়নি। অন্য কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
×