ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রকাশনা শিল্প কখনও বিলুপ্ত হবে না ॥ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ১১:১৯, ২০ সেপ্টেম্বর ২০১৯

প্রকাশনা শিল্প কখনও বিলুপ্ত হবে না ॥ মোস্তাফা জব্বার

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশনা মানব সভ্যতাকে ধারণ করে। পৃথিবীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে প্রকাশনা শিল্প। বর্তমান সময়ে এসে প্রশ্ন উঠেছে প্রকাশনা শিল্প কোন্্ রূপ ধারণ করবে? সেটা কি আদৌ কাগজের ওপর নির্ভর করবে না ডিজিটাল নাকি অন্য কোন মাধ্যম। সেটা যাই হোক না কেন প্রকাশনা শিল্প কখনও বিলুপ্ত হবে না। মাধ্যম পরিণত হতে পারে। বৃহস্পতিবার জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘সৃজনশীল বই বিষয়ক প্রশিক্ষণ ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন। এদিন বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে এই আয়োজন হয়। সমিতির সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, দ্য সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মোঃ আহসানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক। মোস্তাফা জব্বার বলেন, ১৯৭২ সালেও বাংলাদেশে মুদ্রণের জন্য অক্ষর আনতে হতো কলকাতা থেকে। আর আজকে ২০১৯ সালে এসে বাংলা মুদ্রণ ও সাহিত্যের রাজধানী ঢাকা, বৃহৎ পরিসরে বললে বাংলাদেশ। শূন্য থেকে শুরু করলেও বাংলাদেশ আজ প্রকাশনার ক্ষেত্রে নেতৃত্ব দেয়। এই রূপান্তর আমাদের জন্য গর্বের। এই বিকাশ অভাবনীয়।
×