ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে মামলা

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, ঢাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১১:১৭, ২০ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদান করায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও বিএনপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল, ছাত্র সমাবেশ ও কুশপুতুল দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। এর আগে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে তারা। সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যানের কুশপুতুল দাহ করা হয়। এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আল নাহিয়ান খান জয় বলেন, আমরা ছাত্রলীগ জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করি। কেউ যদি আমাদের দেশরতœ নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কোন ধরনের ধৃষ্টতা দেখায় তাহলে পিঠের চামড়া থাকবে না। আমাদের আবেগ নিয়ে কেউ খেলা করবেন না। বিএনপি ষড়যন্ত্রকারীদের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ধৃষ্টতা দেখিয়েছেন আমাদের দেশনেত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। টকশোতে বসে বড় বড় কথা না বলে রাজপথে এসে মোকাবেলা করেন। বাংলাদেশ ছাত্রলীগ যতদিন বেঁচে থাকবে আমাদের নেত্রীকে কোন ধরনের আঁচড়ও কেউ দিতে পারবে না। বুকের রক্ত ঢেলে দেব কিন্তু আমাদের নেত্রীকে কোন ধরনের ষড়যন্ত্রে পড়তে দেব না। এ সময় ছাত্রদলের নতুন কমিটি সম্পর্কে তিনি বলেন, চল্লিশ বছরে ছয়টি সম্মেলন করেছে তারা। কোন ধরনের গঠনতন্ত্র নেই। লেখক ভট্টাচার্য বলেন, শুক্রবার সারা বাংলাদেশে ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিট দুদুর বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে। আজ থেকে বাংলাদেশ ছাত্রলীগ দুদুকে অবাঞ্চিত ঘোষণা করল। ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে দুদু তাদের অনুসারী। ছাত্রদলের কমিটির সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম কোন ছাত্র সংগঠনের কাউন্সিলের ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করে। রাতের অন্ধকারে স্কাইপির মাধ্যমে ছাত্র রাজনীতির ভবিষ্যত নির্ধারণ করেন। ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ঘরে বসে থাকার সময় নেই। যেখানে দুদুর ছায়া দেখবেন সেখানে আঘাত করবেন। যেখানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেখানে প্রতিবাদ করতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেছিলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুর যে পরিণতি হয়েছে শেখ হাসিনারও সে রকম হবে। চট্টগ্রামে দুদুর বিরুদ্ধে মামলা ॥ এদিকে চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্ত রাণী রায়ের আদালতে মামলাটি দায়ের করেন রাঙ্গুনীয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম। আদালত সূত্রে জানা যায়, মামলায় বাদী দুদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনেছেন। গত ১৬ সেপ্টেম্বর বিএনপির এ নেতা বেসরকারী একটি টেলিভিশনের সাক্ষাতকারে বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।
×