ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধোঁয়া- দূষণ

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় কয়েক হাজার স্কুল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১১:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৯

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় কয়েক হাজার স্কুল বন্ধ ঘোষণা

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রচ- দাবানলের ধোঁয়ায় বাতাস দূষিত হয়ে পড়ায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কয়েক হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কেবল মালয়েশিয়াতেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী। আর ইন্দোনেশিয়ার কত শিক্ষার্থী এর কবলে পড়েছে তা এখনও স্পষ্ট নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের বনাঞ্চলে সৃষ্ট এই দাবানলের ধোঁয়ায় আক্রান্ত হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরও। খবর ওয়েবসাইটের। কৃষি কাজের জন্য বনাঞ্চল পরিষ্কার করতে গিয়েই মূলত আগুন লেগেছে ইন্দোনেশিয়ার বনাঞ্চলে। আগুন মোকাবেলায় কয়েক হাজার নিরাপত্তা কর্মকর্তার পাশাপাশি পানিবাহী বিমান মোতায়েন করেছে জাকার্তা। মালয়েশিয়ার প্রায় আড়াই হাজার স্কুল বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজধানী কুয়ালালামপুরের তিন শ’ স্কুলও রয়েছে। বর্নিও দ্বীপে মালয়েশিয়ার শহর কুচিংয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বাতাস দূষণের মাত্রা ২৬৭তে রেকর্ড করা হয়। এই মাত্রাকে চরম অস্বাস্থ্যকর পর্যায়ে ফেলা হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রায় দ্বীপে বৃহস্পতিবার শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রিয়াও প্রদেশের একটি জেলাতেই আট শ’ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বর্নিওর কালিমান্তান প্রদেশে প্রায় ১৩০০ স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার দাবানলে প্রতিবছরই দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে ২০১৫ সালের পর এবারই সবচেয়ে বেশি পরিস্থিতি খারাপ হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এই দাবানলে নতুন উদ্বেগ তৈরি করেছে।
×