ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর হার কমছে

প্রকাশিত: ১১:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৯

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর হার কমছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারী হাসপাতালের তুলনায় বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে বেশি সংখ্যক ডেঙ্গু রোগী মারা গেছে। অথচ গত তিন মাস ধরে সরকারী হাসপাতালগুলোতে বেসরকারী প্রতিষ্ঠানের তুলনায় অনেকগুণ বেশি ডেঙ্গু রোগীর চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে ৪৯ সরকারী হাসপাতালে ১৯। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ ও বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান স্কয়ার হাসপাতালে ১০ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে বেসরকারী পরিসংখ্যানে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দুই শতাধিক। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩ জনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।
×