ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ল্যান্ডিং গিয়ারে সমস্যা, ময়ূরপঙ্খীর ‘জরুরী’ অবতরণ

প্রকাশিত: ১১:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৯

ল্যান্ডিং গিয়ারে সমস্যা, ময়ূরপঙ্খীর ‘জরুরী’ অবতরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পর ফিরে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে বিমান বাংলাদেশের উড়োজাহাজ ময়ূরপঙ্খী। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিমানের বিজি-০৮৪ ফ্লাইট আরোহীদের নিয়ে নিরাপদে অবতরণ করে বলে বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন। খবর বিডিনিউজের। তিনি বলেন, ‘আমরা এটাকে জরুরী অবতরণ বলছি না। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে বিমানটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে। বিমানটি নিরাপদে অবতরণ করায় সবাই অক্ষত রয়েছেন।’ এর আগে সকাল আটটা ২৫ মিনিটে ১৪৩ যাত্রী ও সাত ক্রু নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দেয়। জরুরী অবতরণের পর বেলা এগারোটার দিকে অন্য একটি উড়োজাহাজে করে ময়ূরপঙ্খীর যাত্রীদের সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে জানান তাহেরা। ২০১৬ সালে ১২ জানুয়ারি বিমানের বহরে যুক্ত হয় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ময়ূরপঙ্খী। উড়োজাহাজটি ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাঙ্কক ও ঢাকা-সিলেট রুটে চলাচল করে। গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এই বিমানেই কমান্ডো অভিযানে নিহত হন ‘পিস্তলধারী’ যুবক নারায়ণগঞ্জের পলাশ আহমেদ।
×