ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ

প্রকাশিত: ০৯:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯

 বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “ সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা-মৌলবাদ-গণতন্ত্রহীনতা ও লুটেরা বিরোধী সংগ্রামে ঐক্যবদ্ধ হও ছাত্র জনতা” -এ শ্লোগানকে সামনে রেখে মহান শিক্ষা দিবসের ৫৭তম বর্ষপূর্তি উপলক্ষে বুহস্পতিবার ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের পর সমাবেশের আলোচনা সভা শুরু হয়। সংগঠনের রংপুর জেলা সংসদের সমন্বয়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা মহানগর সংসদের সাবেক প্রথম সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল, সহ-সভাপতি জহর লাল রায়, রাজশাহী বিশ্ব বিদ্যালয় সংসদের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবু সায়েম. ঠাকুরগাঁও সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ। বক্তাগন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, হল দখল, যৌন নিপীড়ন বন্ধ, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন এবং জাতীয় আয়ের আট ভাগ বরাদ্দ প্রদানসহ ১৩দফা দাবি পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। এতে সংগঠনের রংপুর বিভাগের অধিকাংশ জেলা ও উপজেলা সংসদের নেতাকর্মীগন অংশ নেন।
×