ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ৩০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৯

 গাজীপুরে ৩০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের টঙ্গীতে প্রায় ৩০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার বিকেল পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাকছুদুল ইসলাম এবং কাজী তামজীদ আহমেদ। পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী কাঁচা বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের দু’টি ভ্রাম্যমান আদালত পলিথিন বিরোধী অভিযান চালায়। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উদ্যোগে বৃহষ্পতিবার সকাল হতে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাকছুদুল ইসলাম এবং কাজী তামজীদ আহমেদ’র নেতৃত্বে অভিযানকালে ওই এলাকায় ব্যবসায়ী আলী, হারুন ও খলিলের মোট ৫টি গুদাম থেকে প্রায় ৩০ টন নিষিদ্ধ পলিথিন ও পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এসময় অবৈধ পলিথিন পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, বিক্রয় ও বিপননের দায়ে মোট সাড়ে ১২ লাখ টাকা অর্থদ- ধার্য করে আদায় করেন। এ ঘটনায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের সার্বিক সহযোগিতা পুলিশ ও র্যাব সদস্যরা এ অভিযানে অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী জানান, দেশব্যাপী পলিথিন বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
×