ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: ০৮:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯

 যশোরে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার, যশোর ॥ যশোরে মাদক (হেরোইন) মামলায় মিলন গাজী এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। বৃহস্পতিবার এক রায়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.ইখতিয়ারুলই ইসলাম মল্লিাক এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মিলন গাজী সাতক্ষীরার কলারোয়ার দক্ষিন সোনাবাড়িয়া গ্রামের নয়ন গাজীর ছেলে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন পিপি রফিকুল ইসলাম পিটু। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৫ অক্টোবর রাতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী পশ্চিম কোটা রাইচ মিল মোড় থেকে পায়ে হেটে হেরোইন নিয়ে বাজারের দিকে আসছে। পুলিশ সতত্যা যাচাইয়ের জন্য রাত সোয়া ৮টার দিকে সাড়াতলা মোড়ে পৌঁছালে পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মিলন গাজীকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০টি পলিথিনের প্যাকেটে থাকা ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এব্যপারে এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মিলন গাজীকে আসামি করে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় মিলন গাজীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ। মামলাটি বিচারে যাওয়ার পর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি মিলন গাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত মিলন গাজী কারাগারে আটক আছে।
×