ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিকাশের টাকা ছিনতাইয়ের নাটক করতে গিয়ে ফেঁসে গেল বিকাশ ডিস্ট্রিবিউটর

প্রকাশিত: ০৮:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯

 বিকাশের টাকা ছিনতাইয়ের নাটক করতে গিয়ে ফেঁসে গেল বিকাশ ডিস্ট্রিবিউটর

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের লালপুরে প্রায়র ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের নাটক করতে গিয়ে ফেঁসে গেল বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলী(২৬) ও তার মামাতো ভাই হাসান(২৫)। ছিনতাইয়ের ঘটনা অবহিত হওয়ার পরে ব্যাপক অনুসন্ধান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার ও কথিত ছিনতাই হওয়ার টাকা উদ্ধারের পর দুপুরে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে গ্রেফতারকৃতদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয় এবং এসংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আকরামুল হোসেন লিখিত বক্তব্যে জানান, বুধবার (১৮ সেপ্টম্বর) লালপুর থানা পুলিশের কাছে একটি সংবাদ আসে যে, উপজেলার চংধুপইল থেকে গোপালপুর যাওয়ার পথে চিরঞ্জীব মমতাজ স্মৃতি সৌধ এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও ও বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী এলাকার আফাজ উদ্দিনের ছেলে সুমন আলীর নিকট থেকে অস্ত্রের মুখে বিকাশের ৫ লাখ ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা তার সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্তে নামেন। তদন্তকালে তিনি জানতে পারেন বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলী তার মামাতো ভাই বড়াইগ্রামের জোয়াড়ী এলাকার ইউনুস আলীর ছেলে হাসানের যোগসাজসে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের ৫লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে। পরে জিজ্ঞাসাবাদে সুমন আলী স্বীকার করে যে, টাকাগুলো সে নিজেই ছিনতাই করে তার মামাতো ভাই হাসানের কাছে রেখেছে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হাসানের ঘর থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার ও হাসানকে গ্রেফতার করে পুলিশ। প্রেসবিফিংকালে বড়াইগ্রাম সার্কেল এসপি হারুন অর রশিদ, জেলা গোয়েন্দা কর্মকর্তা সৈকত হাসান, ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ কুমার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
×