ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধামইরহাটে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্ব চরমে

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

   ধামইরহাটে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্ব চরমে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাটে থানা বিএনপির আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে আভ্যন্তরিক দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। দুই গ্রুপের নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে গিয়ে এ দ্বন্দ্ব শুরু হয়। এদিকে দুই গ্রুপের টানাটানিতে তৃণমূল নেতাকর্মীরা পড়েছে চরম বেকায়দায়। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার একপক্ষ মানববন্ধন করেছে। জানা গেছে, গত ১৪ জুলাই ধামইরহাট থানা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দেয় জেলা বিএনপির আহবায়ক কমিটি। পরবর্তীতে নওগাঁ জেলা থেকে থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হলেও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ওই দুই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। ওই সময় আহবায়ক কমিটি বাতিলের দাবীতে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। গত ২৯ আগষ্ট সদ্য বিলুপ্ত থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফেরদৌস হাসানকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট থানা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। থানা বিএনপির কমিটি গঠন করা হলেও এখনও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়নি। থানা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব বাড়তে থাকে। এক পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর থানা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী ২৯ তারিখে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষে সিদ্ধান্ত গৃহিত হলেও সদ্য ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। এদিকে আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বৃহস্পতিবার আলমপুর ইউনিয়নে কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বর্তমানে ধামইরহাটে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি সামসুজ্জোহা খান এবং অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী। মূলতঃ এই দুই নেতাকে কেন্দ্র করে দলে বিভক্তি সৃষ্টি হচ্ছে বলে তৃণমূল নেতাদের অভিযোগ। জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মাস্টার বলেন, থানা বিএনপির আহবায়ক কমিটিতে বির্তকিত কেউ থাকলে অভিযোগ করলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আহবায়ক কমিটি মাত্র স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আমরা সকলকে সাথে নিয়ে গ্রহণযোগ্য কমিটি করতে চাই। বড় দলে মত পার্থক্য থাকবে। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে।
×