ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ত্রী গণধর্ষণ মামলার বাদিকে মারধরের ঘটনায় চারজন আটক

প্রকাশিত: ০৫:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯

  স্ত্রী গণধর্ষণ মামলার বাদিকে মারধরের ঘটনায় চারজন আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নতুনবাজার এলাকার আবাসিক হোটেল পানামা থেকে বৃহস্পতিবার সকালে র্যাব-৮ এর সদস্যরা পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীকে গণধর্ষণ মামলায় বাদিকে (স্বামী) পিটিয়ে হাত ও পা-ভেঙ্গে দেওয়ার ঘটনায় চারজনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে। আটককৃতরা হলেন-পটুয়াখালীর মহিপুর থানার চর চাপলী গ্রামের ইমদাদ মৃধার ছেলে ও গণধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল মৃধা, তার সহযোগি একই গ্রামের রবিউল ভূঁইয়া, রবিউল হাওলাদার ও সাইফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে র্যাব-৮ এর চৌকস সদস্যরা বিদেশী পিস্তল, ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি ও ৩৯০পিস ইয়াবা উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় র্যাবের ডিএডি দেলোয়ার হোসেন বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৮ এর রূপাতলীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাবের উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম। সূত্রমতে, গত ১৫ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া থানার পশ্চিম চাপলী এলাকায় সিদ্দিক হাওলাদারকে অস্ত্রের মুখে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় সিদ্দিক মামলা দায়ের করলে পুলিশ ধর্ষকদের গ্রেফতার করে। অতিসম্প্রতি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে গত ১৭ সেপ্টেম্বর রাতে গণর্ধষনের মামলা প্রত্যাহারের জন্য ধর্ষিতার স্বামী ও মামলার বাদি সিদ্দিক হাওলাদারকে প্রকাশ্যে অমানুষিক নির্যাতন করে তার দুই পা ও হাত ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে (সিদ্দিক) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় আহত সিদ্দিকের স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে হামলাকারী ও ধর্ষক উল্লেখিত চার আসামিকে আটক করেছে।
×