ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাত দফা দাবিতে পীরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:১১, ১৯ সেপ্টেম্বর ২০১৯

   সাত দফা দাবিতে পীরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা মানববন্ধন করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশ তম ও সহকারী শিক্ষকদের এগারো তম গ্রেডে বেতন প্রদানের জন্য শিক্ষক সমিতির নেতারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষককে দশ তম ও সহকারী শিক্ষকদের বারো তম গ্রেডে বেতন প্রদানের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের প্রেরণ করেন। গত ০৮/০৯/২০১৯ইং তারিখে প্রস্তাবনাটি অর্থ মন্ত্রণালয়ের নাকচ হওয়ায় শিক্ষকরা হতাশ হয়ে পড়েন। তাদের বাস্তব ও ন্যায় সংগত দাবি মন্ত্রণালয় বাস্তবায়ন না করায় শিক্ষকরা মানববন্ধন করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখা এর আয়োজন করেন। ৫শতাধিক ক্ষুদ্ধ শিক্ষক মানববন্ধনে অংশ নেয়। বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক খতেজা বেগম, মমিনুল হক, আসাদুজ্জামান (উজ্জ্বল), নাজেরা হুদা, হায়দারুজ্জামান, রাজিউর রহমান রাজা, নুর নবি চঞ্চল প্রমুখ।
×