ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তরিকতার সাথে রোগীদের সেবার আহবান হুইপ ইকবালুর রহিমের

প্রকাশিত: ০৪:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯

  আন্তরিকতার সাথে রোগীদের সেবার আহবান হুইপ ইকবালুর রহিমের

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সততা ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে বলেন, রোগীদের সেবা করাও একটি ইবাদত। তিনি বলেন, চিকিৎসা সেবায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশের মধ্যে ২য় অবস্থানে রয়েছে। আমরা যেন এক নাম্বারে থাকতে পারি, সে জন্য সকলকেই নিজ নিজ অবস্থানে দায়িত্বের সাথে কাজ করতে হবে। রোগীরা যেন কষ্ট না পায়, সে জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ সকলকেই সজাগ থাকতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ প্রাঙ্গনে মেডিসিন ক্লাব এর ২২ তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও বর্নাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সনাল। মেডিসিন ক্লাব ২২ তম কেন্দ্রীয় সম্মেলনের আহবায়ক প্রিয়ম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন দিনাজপুর শাখার সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের দিনাজপুরের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ আহাদ আলী খান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আবু মোঃ খয়রুল কবির, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুস ছালাম প্রমুখ।
×