ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ভূয়া বৈদ্যের হাতে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৯

পটিয়ায় ভূয়া বৈদ্যের হাতে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় ভূয়া সাপুড়ে বৈদ্যের ভূয়া চিকিৎসায় সাপে কাটা মাশফি (৪) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। মাশফি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের অধিবাসী মহিউদ্দীনের পুত্র। তার মা শারমিন আক্তার একজন শারীরিক প্রতিবন্ধী। অন্যদিকে মাশফি’র মৃত্যুর তিনদিন পর তার প্রাণ এখনও আছে তাকে চিকিৎসার মাধ্যমে জীবিত করা যাবে এ ধরনের ভূয়া বৈদ্যের ভূয়া আশ্বাসে মাশফি’র লাশ বুধবার রাতে কবর থেকে লাশ উত্তোলনের চেষ্টা করা হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামা প্রতারক বৈদ্য পালিয়ে যায়। ফলে লাশ উত্তোলন করা সম্ভব হয় নাই। সরজমিনে গিয়ে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৭টায় মহিউদ্দিনের শিশু সন্তান মাশফি তাদের পাকা ঘরের সামনে বসে খেলা করছিল। এমন সময় একটি বিষধর গোখরা সাপ মাশফি’র সামনে আসলে সাপটির গায়ে হাত দিলে সাপটি মাশফি’র হাতের বাহুতে ছোবল মারে। পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের বাক্খালী গ্রামের ভূয়া সর্প চিকিৎসক সর্পরাজ তাপস বড়–য়ার বাড়ীতে নিয়ে যায়। তাপস বড়–য়া মাশফি’র হাত ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে এবং লবণ পড়া দেয়। পরবর্তীতে মনসা এলাকার মাহাবুব নামের একজন ডাক্তারকে দেখালে তিনি জরুরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। হাসপাতালে নেওয়ার পথে কর্ণফুলী মইজ্জ্যার টেক এলাকায় পৌঁছলে মাশফি মারা যায়। পটিয়া থানার ওসি বোরহান উদ্দীন জানান বৈদ্যের দ্বারা সাপে কাটা লাশের চিকিৎসা করা হবে জানতে পেরে তিনি ঘটনাস্থলে এস.আই. সাখাওয়াত হোসেন সহ একদল পুলিশ পাঠিয়েছিলেন। তবে ভূয়া বৈদ্যকে না পেয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এমনকি পুলিশি ভয়ে সাপে কাটা শিশুর কবর থেকে লাশ তুলতে পারেনি।
×