ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ॥ গ্রেফতার -১

প্রকাশিত: ০৪:০৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

কালকিনিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ॥ গ্রেফতার -১

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী মোঃ মাহাবুব সরদার (৩০) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। আজ বৃহস্পতিবার সকালে মাহাবুবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজারের শতাধীক ব্যবসায়ীরা। এদিকে থানা পুলিশ মোঃ শানাউল নামের একজন আসামিকে গ্রেফতার করেন। ভূক্তভোগী ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার আলীনগর এলাকার টুমচড় গ্রামের রশিদ সরদারের ছেলে ব্যবসায়ী মাহাবুব সরদারের সাথে একটি তুচ্ছ ঘটনা নিয়ে একই এলাকার ফাসিয়াতলা গ্রামের সেলিমের ছেলে হাসানের সাথে তর্ক-বিতর্ক হয়। পরে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্যবসায়ী মাহাবুব তার দোকানের মালামাল ক্রয়য়ের জন্য ফাসিয়াতলা বাজারে যায়। এসময় মোঃ হাসান, সোহাগ, তুষার, সানাউল, সলেমান, রেজাউল ও হাকিমসহ ৮/১০জন মিলে তাকে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ হামলার ঘটনায় আহত ওই ব্যবসায়ী মাহাবুবের পিতা রশিদ সরদার বাদী হয়ে মোঃ হাসান, সোহাগ, তুষার, সানাউল, সলেমান, রেজাউল ও হাকিমসহ ১১জনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। ব্যবসায়ী মাহাবুবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচারের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের শতাধীক ব্যবসায়ীরা। এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী ফেরদাউস মোল্লা, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, বাজার কমিটির সভাপতি তালেব হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল চৌকিদার প্রমুখ। এদিকে কালকিনি থানার এসআই আল ইমরান অভিযান চালিয়ে মোঃ শানাউল নামের একজন আসামীকে গ্রেফতার করেন। মামলার বাদী মোঃ রশিদ সরদার বলেন, আসামিরা আমার ব্যবসায়ী ছেলে মাহাবুবের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে আসছে। তাদের এ দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে তার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এসময় তার কাছে থাকা নগদ ১লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। অভিযুক্ত আসামি হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, আসামি শানাউলকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×