ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের শৈলকুপায় ৮০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার

প্রকাশিত: ০২:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় ৮০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় ঈদুল আযহার সময় বিতরণের জন্য দেওয়া ৮০ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে শৈলকুপা পৌরসভার গোডাউন থেকে এই চাল উদ্ধার করে সীলগালা করে দেওয়া হয়। শৈলকুপা সহকারী কমিশনার ভুমি ইফতেখার ইউনুছ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গত ঈদুল আযহার সময় গরীব দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ না করে শৈলকুপা পৌরসভার মেয়র পৌর গোডাউনে ওই চাল জমা রেখেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌরসভার গোডাউনে রাখা ভিজিএফ এর ৮০ বস্তা চাল পাওয়া যায়। প্রতি বস্তা চালের ওজন ৩০ কেজি করে। যা ১৬০ জন গরীব দুস্তদের মাঝে বিতরণ করা যেতো। ওই চালগুলো জব্দ করে সীলগালা করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা পৌসভার মেয়র কাজী আশরাফুল আজম বলেন, আমি গত ঈদুল আযহার আগে গরীব দুস্থদের মাঝে বিতরণের জন্য ২ হাজার ৩শ’ বস্তা চাল উত্তোলন করি। ওই চালের মধ্যে সব বিতরণ করেছি। আজ যে চাল উদ্ধার করা হয়েছে তা আমার পৌরসভার ১ নং ওয়ার্ড’র কাউন্সিলর নায়েব আলীর। তার সাথে আমার মতনৈক্য হওয়ায় সে ওই চাল না নিয়ে পৌর গোডাউনে রেখে দিয়েছে। আমি নির্দোষ। এ ব্যাপারে ১নং ওয়ার্ড কাউন্সিলর নায়েব আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, শৈলকুপা পৌরসভা গোডাউন থেকে ভিজিএফ এর ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ চালের ব্যাপারে পৌর মেয়র আগে থেকে প্রসাশনকে জানাতে পারতেন কিন্তু তা জানাননি। ফলে পৌর মেয়রের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×