ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আইনী প্রক্রিয়ায় খালেদাকে মুক্ত করা সম্ভব নয় ॥ মওদুদ

প্রকাশিত: ১১:১৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯

আইনী প্রক্রিয়ায় খালেদাকে মুক্ত করা সম্ভব নয় ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ আইনী প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তাঁর মুক্তি হবে রাজপথে আন্দোলনের মাধ্যমে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের বড় সঙ্কট এখন গণতন্ত্রহীনতা। মওদুদ বলেন, এক বছর সাত মাস ধরে খালেদা জিয়া কারাগারে বন্দী। একটি বানোয়াট মামলায় তাঁকে সাজা দেয়া হয়েছে। আইনী প্রক্রিয়ায় তাঁকে মুক্ত করতে আমরা অনেক চেষ্টা করেছি। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তারপরও সরকার বিভিন্ন কৌশলে আদালতকে প্রশাসনের অধীনে নিয়ে খালেদা জিয়ার জামিন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত করছে। কারণ, খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এ সরকার সবচেয়ে বেশি ভয় পায়। মওদুদ বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারি, আন্দোলন করতে পারি তবেই খালেদা জিয়ার মুক্তি হবে। সেই দিনের অপেক্ষায় আমাদের থাকতে হবে। এখন আমাদের আরও ধৈর্যধারণ করতে হবে। নতুন আন্দোলন কর্মসূচী যখন দেয়া হবে তখন জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের আন্দোলন সফল করতে হবে। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ড্যাব নেতা আবদুস সালাম, প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ। দেশের বড় সঙ্কট এখন গণতন্ত্রহীনতা- ড. মোশাররফ ॥ দেশের বড় সঙ্কট এখন গণতন্ত্রহীনতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয়তাবাদী নবীন দল’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মোশাররফ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে থাকার কারণেই দেশকে গণতন্ত্রহীন করে রাখা সম্ভব হয়েছে, দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
×