ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা

প্রকাশিত: ১১:০৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা

জনকণ্ঠ ডেস্ক ॥ জাপানে নিয়োজিত রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিয়োগ করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হবেন রাবাব ফাতিমা। আগামী ডিসেম্বরে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হকের বর্ধিত মেয়াদ শেষে মাসুদ বিন মোমেন এই দায়িত্বে আসবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে ইঙ্গিত দেয়া হয়েছে। খবর বিডিনিউজের। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা রাবাব ফাতিমা এর আগে নিউইয়র্ক, জেনেভা, কলকাতা ও বেজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ সদর দফতরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। রাষ্ট্রদূত রাবাব ফাতিমা লিয়েনে দুটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ২০০৬-২০০৭ মেয়াদে লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে মানবাধিকার বিষয়ক প্রধান ছিলেন তিনি। এরপর ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমে (ঢাকা ও ব্যাঙ্ককে) কাজ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের টুফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল এ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর করেছেন রাবাব ফাতিমা। তার স্বামী কাজী ইমতিয়াজ হোসেনও কূটনীতিক, বর্তমানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত। তাদের একটি মেয়ে রয়েছে।
×