ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিতাসের অভিযান : তিন সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯

তিতাসের অভিযান : তিন সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকার গ্যাস লাইন ও প্রায় তিন সহ¯্রাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় ওই এলাকা থেকে বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নের অংশ হিসেবে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে তিতাস গ্যাসের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার ভাওয়াল মির্জাপুর কলেজের আশেপাশের বেশ কয়েকটি স্পটে এ অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় সী ব্লু এ্যাপারেলস এর সামনে মূল লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় স্থানীয় ভাওয়াল মির্জাপুর ও পানিশাইলসহ আশেপাশের কয়েক গ্রামের বাসা বাড়ির জন্য অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি, দুই ইঞ্চি ও তিন ইঞ্চি ব্যাসের প্রায় ৫ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ চারহাজার মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এতে প্রায় এক হাজার বাড়ির তিন সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহার কারীরা পালিয়ে যায়। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জোবিঅ-গাজীপুর) প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক প্রকৌ. আব্দুল আলিম রাসেল, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাবিনুর রহমান, আনোয়ার হোসেন, আসাদুল্লাহ কায়সার সহ তিতাস গ্যাসের প্রমূখ কর্মকর্তাগণ কারিগরী বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রকৌশলী অজিত চন্দ্র দেব আরো জানান, তিতাস গ্যাস অফিসের কোন অনুমোদন না নিয়ে স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি কতিপয় অসাধু ঠিকাদারের মাধ্যমে রাতের অন্ধকারে এসব বাসা বাড়ীতে সংযোগ প্রদান করা হয়। নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ সংযোগের কারণে বিভিন্ন স্থানে পাইপ লিকেজ হয়ে গ্যাস নির্গত হচ্ছে। মঙ্গলবার ভাওয়াল মির্জাপুর কলেজের সীমানা প্রাচীর সংলগ্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার ছিড়ে মাটিতে পড়ে পাইপের লিকেজ থেকে নির্গত গ্যাসের সংস্পর্শে এসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সেখানে অভিযান চালিয়ে বুধবার গ্যাসের ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ জব্দ করে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
×