ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৮:২৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

বাউফলে যৌতুকের  দাবিতে গৃহবধূকে  নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ যৌতুকের টাকা না দেয়ায় শান্তনা (১৯) নামের এক গৃহবধূকে নির্মম নির্যাতন করেছে শাহিন চৌকিদার নামের এক পাষন্ড স্বামি। ওই গৃহবধূকে বুধবার বিকালে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর মা ফুলমতি বেগম জানান্, প্রায় ৪ বছর আগে বাউফল সদর ইউনিয়নের বাশ বাড়িয়া গ্রামের ছোহরাব চৌকিদারের ছেলে শাহিন চৌকিদারের (২২) সাথে তার মেয়ে শান্তনার বিয়ে হয়। বিয়ে সময় জামাইকে নগদ ৩০ হাজার টাকা, মেয়ের জন্য সোনার কানের দুলসহ লখাধিক টাকার মালামাল দেন। তার মেয়ে দের বছর স্বামীর সংসারে ভালই ছিলেন। এর পর যৌতুকের দাবিতে তার মেয়ের উপর শুরু হয় শারিরীক ও মানুষিক নির্যাতন। এরমধ্যে তার মেয়ের কোল জুড়ে আসে এক পুত্র সন্তান। নাম রাখা হয় ওমর ফারুক। তাদের ধারণা ছিল সন্তান জন্মের পর জামাতা শাহিন ভাল হবেন। কিন্তু তিনি আর ভাল হননি। টাকার জন্য কথায় কথায় তার মেয়েকে মারধর করতো। ঘটনার দিন বুধবার সকালে জামাতা শাহিন চৌকিদার ব্যবসার নামে শান্তনাকে ১০ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে বলে। শান্তনা এতে অপরগা প্রকাশ করলে পাষন্ড স্বামী মহিষ পেটানোর লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি মারে। এর আগের দিন রাতেও (মঙ্গলবার) তাকে বেধরক মারধর করা হয়। ঘটনার দিন শান্তনার মা ফুলমতি মেয়ে ও নাতির খবর নিতে জামাই বাড়ি এসে দেখেন তার মেয়ের উপর নির্যাতন করা হয়েছে। এ অবস্থায় তিনি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসতে চাইলে জামাতা শাহিন ও তার মা মনোয়ারা বেগম বাধা দেন এবং তাদেরকে বাড়িতে আটকে রাখেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপের পর ওই দিন বিকাল সারে ৫টায় ফুলমতি বেগম তার মেয়ে শান্তনাকে বাউফল হাসপাতালে এনে ভর্তি করেন।
×