ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামীকাল পায়রায় ভিড়ছে প্রথম কয়লাবাহী জাহাজ

প্রকাশিত: ০৪:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯

আগামীকাল পায়রায় ভিড়ছে প্রথম কয়লাবাহী জাহাজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ দেশের ইতিহাসে দক্ষিনের অধ্যায় হয়ে থাকছে আগামীকাল ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিনটি। আজ পায়রা পোর্টের মাধ্যমে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের টার্মিনালে ভিড়ছে প্রথম কয়লাবাহী জাহাজ। এমভি ঝিং হাই টং-৮ (MV. XIN HAI TONG-8) নামক হংকং এর পতাকাবাহী জাহাজটি ইন্দোনশিয়ার বালিক পানান বন্দর থেকে ২০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরে ভিড়বে। পায়রা বন্দর কর্তৃপক্ষসুত্রে নিশ্চিত হওয়া গেছে বিসিপিসিএল এর নির্মানাধীন কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের উৎপাদন কাজে এ কয়লা ব্যবহৃত হবে। এরপরে ২৫ ও ২৬ সেপ্টেম্বরে আরও তিনটি জাহাজ কয়লা নিয়ে আসছে। এছাড়া পহেলা অক্টোবর থেকে দৈনিক একটি করে কয়লাবাহী জাহাজ এঘাটে ভিড়বে। করবে কয়লা খালাশ। এছাড়াও অন্যান্য কোম্পানির পণ্য সামগ্রী খালাশের জন্য আরও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক জেটি, টার্মিনাল. গংযোগ সড়ক এবং আন্ধারমানিক নদীর ওপর সেতু নির্মাণের কার্যক্রম চলছে। এছাড়াও একটি কয়লা টার্মিনাল নির্মাণ প্রকল্প (পিপিপি পদ্ধতিতে) অনুমোদনের চুড়ান্ত পর্যায় রয়েছে বলে বন্দরসুত্র নিশ্চিত করেছে। এই দু’টি টার্মিনাল নির্মাণসহ ক্যাপিটাল ড্রেজিং শেষে ২০২২ সাল নাগাদ পায়রা পুর্ণাঙ্গ সমুদ্র বন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে। উল্লেখ্য ২০১৬ সালের ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের মুরিং পয়েন্টে শিপ টু শিপ লাইটারেজের মাধ্যমে আংশিক অপারেশনাল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রথম কয়লার জাহাজ আসার খবওে পায়রা পোর্ট ও পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা ব্যস্ত সময় পার করছেন। নিচ্ছেন নানান ধরনের প্রস্তুতি।
×