ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসএফের গুলিতে নিহত নীলফামারীর বাবলুর লাশ দেশে এনে দাফন

প্রকাশিত: ০১:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

বিএসএফের গুলিতে নিহত নীলফামারীর বাবলুর লাশ দেশে এনে দাফন

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত নীলফামারীর ডিমলা উপজেলার গরুল রাখাল বাবলু মিয়ার(২৪) লাশ ফেরত এনে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ডিমলার কলোনী মসজিদ চত্বরে জানাজা শেষে কলোনী কবরস্থানে দাফন করা হয়। এ সময় এলাকার জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা উপস্থিত ছিল। এরপর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর ফটকে বাবলু মিয়ার লাশ বিএসএফ হস্তান্তর করে। ৫১ বিজিবির উপস্থিতিতে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ভারতের ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের কাছ থেকে বাবলু মিয়ার লাশ নেন। নিহত বাবলু মিয়া (২৪) উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, লাশ নেয়ার সময় বাংলাদেশের ৫১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. ইসাহাক মন্ডল ও ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের সুবেদার তাহাজুল ইসলাম ভারতের পক্ষে ছিলেন ৪৫ ব্যাটালিয়ান বিএসএফের উপ-অধিনায়ক এস ওয়াই খেঙ্গারুসহ আরও কয়েক সদস্য। এ ছাড়া সেখানে লাশ বুঝিয়ে নেয়ার জন্য গিয়েছিলেন নিহত বাবলু মিয়ার বাবা নূর মোহাম্মদ ও পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান। তবে আহত অবস্থায় বিএসএফের কাছে আটক থাকা স্কুলছাত্র সাইফুল ইসলামকে (১৪) ফেরত দেয়নি বিএসএফ। সাইফুল ইসলাম উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়শিঙ্গেশ্বর গ্রামের গোলজার হোসেনের ছেলে এবং পূর্ব ছাতনাই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হতাহত ব্যক্তিদের পরিবারের দাবি, ৩ সেপ্টেম্বর সকালে বাবলু মিয়া ও সাইফুল ইসলাম গরুর জন্য পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা ভারতীয় সীমান্তে ঘাস কাটতে যান। এ সময় দুজনের সঙ্গে গরু দেখে ভারতীয় উড়াল ক্যা¤েপর টহল দলের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। ওই গুলিতে ঘটনাস্থলেই নিহত হন বাবলু মিয়া। আহত হয় স্কুলছাত্র সাইফুল ইসলাম। ঘটনার পরপরই হতাহত ব্যাক্তিদের নিজেদের হেফাজতে নেয় বিএসএফ। কিন্তু এ ঘটনায় বাবলুর লাশ ও আহত সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন স্থানে ধর্না দিয়ে কুলকিনারা করতে পারেনি। এমনকি গ্রামবাসী মানববন্ধন ও সমাবেশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। বাবলুর লাশ ফেরত আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শিরোনামে দৈনিক জনকন্ঠের অনলাইন ও জনকন্ঠের প্রিন্ট কপিতে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের একদিন পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৫১ বিজিবির পক্ষে গতকাল মঙ্গলবার সকালে ভারতীয় বিএসএফের ৪৫ ব্যাটালিয়ানকে পত্র দেয়া হয়। তারই আলোকে ওই রাতে নিহত বাবলুর লাশ ফেরত আসে বলে নিহত বাবলুর স্বজন ও গ্রামবাসী জানায়।
×