ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৪ দিন পর বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ১৩:১৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯

১৪ দিন পর বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিএসএফের গুলিতে নিহত হলে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিয়েছে দুই সপ্তাহ পর। মঙ্গলবার রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির উপস্থিতে নীলফামারীর ডিমলা থানা পুলিশের কাছে বাবলু মিয়ার মৃতদেহ হস্তান্তর করে বিএসএফ। তবে আহত আটক কিশোর সাইফুল ইসলামকে (১৪) ফেরত দেয়নি বিএসএফ। খবর বিডিনিউজের। গত ৩ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন বাবলু মিয়া (২৫)। ডিমলা থানসার ওসি সেখানেই বাবা নূর মোহাম্মদের কাছে বাবলুর মৃতদেহ বুঝিয়ে দেন। ছেলের মৃতদেহ বুঝে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাবলুর বাবা। বাবলু মিয়ার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে। আটক সাইফুল ইসলাম একই উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝারশিংহের চর গ্রামের গোলজার হোসেনের ছেলে এবং পূর্বছাতনাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
×