ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নকল তার উৎপাদন ॥ ৪ জনকে দু’মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১০:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯

নকল তার উৎপাদন ॥ ৪ জনকে দু’মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ নকল বৈদ্যুতিক তার (ক্যাবল) উৎপাদন ও বাজারজাত করার অপরাধে চারজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনরে নেতৃত্বে ওয়ারীর তাহেরাবাগ ও নবাবপুরে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। বিএসটিআই প্রতিনিধির উপস্থিতিতে এই অভিযানে দুটি কারখানায় বিআরবি, বিএসবি, বিজলি, পলি ক্যাবলসসহ বিভিন্ন নামে নকল তার তৈরির প্রমাণ পাওয়া যায়। আব্দুল্লাহ আল মামুন জানান, এ ধরনের কারখানা চালানোর লাইসেন্সও তাদের ছিল না। কারখানা দুটি থেকে ১৫ বস্তা নকল তার জব্দ করে ধ্বংস করা হয়েছে। তিনি জানান, দুই কারখানার চার জনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
×