ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেই শিশুটি ভাল আছে, হাত-পা নাড়ে আর হাসে

প্রকাশিত: ১০:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯

সেই শিশুটি ভাল আছে, হাত-পা নাড়ে আর হাসে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেলে যাওয়া সেই নবজাতক সাবা ভাল আছে। সবার দিকে তাকিয়ে শিশুটি হাসি-খুশি মনে খালি হাত-পা নাড়াচাড়া করে। তবে নাভিটা এখনও পুরোপুরি শুকাইনি। মঙ্গলবার দুপুরে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মনিষা ব্যানার্জি এসব কথা বলেন। তিনি জানান, জন্মের পর নবজাতকের মা-বাবা তাকে হাসপাতালে ফেলে যান। এরপর থেকে সে আমাদের বিভাগে চিকিৎসাধীন। এটি আকাক্সিক্ষত ঘটনা। আমরা তাকে বাইরে থেকে কৌটার দুধ কিনে এনে খাওয়াচ্ছি। তার নাভি যদি পুরোপুরি শুকায় ও শারীরিক অবস্থা ভাল থাকে। তবে কয়েকদিন পর তাকে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে। অধ্যাপক ডাঃ মনিষা ব্যানাজি জানান, কিছুদিন আগে আরও দু’টো শিশুকে আমরা ছোটমনি নিবাসে হস্তান্তর করেছি। ওয়ার্ডে নার্সরাও শিশু সাবাকে দেখভাল করেন। তারা কপালে কালো টিপ, চোখে কাজল দিয়ে তাকে সাজিয়ে তুলেছেন। নতুন জামা ও ডায়পার পরিয়ে রাখা হয়েছে। নার্স শেফালী জানায়, শিশুটিকে সারাদিন আমরা দেখাশুনা করি। খাওয়ানো থেকে শুরু করে তার যাবতীয় সব খেয়াল আমাদেরই রাখতে হয়। ডাঃ মনিষা ম্যাডামের নির্দেশে আমরা তাকে মায়ের মতো সেবা দেয়ার চেষ্টা করছি।
×