ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে ৫ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৪১, ১৭ সেপ্টেম্বর ২০১৯

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে ৫ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নবগঙ্গা গ্রামের যুথিমালা (১১) নামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। যুথিমালা নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, যুথিমালা জ্বরে আক্রান্ত হলে গত ১৩ তারিখে পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী রেফার্ড করা হয়। কিন্তু রাজশাহী নেয়ার আগে আজ সকালে তাকে নিজ বাড়িতে নেয়া হয়। বাড়িতে তার অবস্থার অবনতি হলে আজ দুপুরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার কথা বলেন কর্তব্যরত চিকিৎসকরা। এরপর রাজশাহী নেয়ার পথে বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম বলেন, ডেঙ্গুতেই তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। এর আগে ভেড়ামারা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়।
×