ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব ইকুয়েডরিয়ান নাগরিকের তথ্য ফাঁস!

প্রকাশিত: ১৪:০১, ১৭ সেপ্টেম্বর ২০১৯

সব ইকুয়েডরিয়ান নাগরিকের তথ্য ফাঁস!

জনকণ্ঠ ডেস্ক ॥ ইকুয়েডরের প্রায় সব নাগরিকের ব্যক্তিগত ডেটা ফাঁস হয়েছে অনলাইনে। ৬৭ লাখ শিশুসহ প্রায় এক কোটি ৭০ লাখ বাসিন্দার নাম, আর্থিক এবং নাগরিক তথ্য ফাঁস হয়েছে বলে খুঁজে বের করেছে নিরাপত্তা প্রতিষ্ঠান ভিপিএনমেনটর। খবর বিবিসির। অনিরাপদ একটি এ্যামাজন ক্লাউড সার্ভারে এই বিপুল ডেটা রয়েছে বলে জানানো হয়। ডেটাগুলো প্রায় সবার জন্যই উন্মুক্ত ছিলো। পরবর্তীতে সার্ভারের এ্যাকসেস সুরক্ষিত করেছে ইকুয়েডরের জরুরী কম্পিউটার নিরাপত্তা দল। ভিপিএনমেনটরের নোয়াম রোটেম এবং র‌্যান লোকার বলেন, ‘আলাদা আলাদাভাবে কোন ব্যক্তিকে শনাক্ত করার মতো ব্যক্তিগত তথ্য রয়েছে এতে।’ ফাঁস হওয়া তথ্যের মধ্যে ইকুয়েডরের বড় একটি ব্যাংকের এ্যাকাউন্ট ব্যালান্সের মতো আর্থিক তথ্যও রয়েছে। অন্য আরেকটি ফাইলে দাফতরিক আয়ের আইডি নাম্বারসহ কর দেয়ার তথ্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা দলটির পক্ষ থেকে বলা হয়, ‘প্রতি ব্যক্তির যে পরিমাণ তথ্য বের হয়েছে এই ঘটনায় সেই কারণে এটি একটি গুরুতর বিষয়।’ ১৮ গিগাবাইটের এই ডেটা অনেকগুলো ফাইলে একটি অনিরাপদ সার্ভারে পাওয়া গেছে। সার্ভারটি চালাচ্ছিল ইকুয়েডরের মার্কেটিং ও এ্যানালিটিকস প্রতিষ্ঠান নোভাইস্ট্র্যাট।
×