ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবি ভিসির অপসারণ দাবি ফখরুলের

প্রকাশিত: ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯

জাবি ভিসির অপসারণ দাবি ফখরুলের

স্টাফ রিপোর্টার ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পের টাকা ভাগাভাগিতে নাম আসায় উপাচার্য ফারজানা ইসলামেরও অপসারণ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের কর্মকা-ের মধ্যে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে অপসারণ করা হয়েছে। কিন্তু ভাইস চ্যান্সেলরের কি হবে। তাকে হয় পদত্যাগ করা উচিত, নয়তো অব্যাহতি দেয়া দরকার বলে মন্তব্য করেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে এই মন্তব্য করেন। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘুষের টাকার ভাগবাটোয়ারার নতুন নাম দেয়া হয়েছে ফেয়ার শেয়ার। এই ফেয়ার শেয়ারের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নাম চলে এসেছে। উনি নাকি ইতোমধ্যে এক কোটি টাকা দিয়েছেন। ছাত্রলীগের শীর্ষ দুই নেতার অপসারণ করা হয়েছে। এখন নাম আসায় ভাই চ্যান্সেলরের কি হবে। তাকে হয় পদত্যাগ করতে হবে। নয়তো অপসারণ করা দরকার। তিনি বলেন, থলের বিড়ালের মতো দুর্নীতি বের হয়ে আসছে। ছাত্রলীগের দুই নেতাকে বের করে দিয়ে সরকার স্বীকার করছে যে, দুর্নীতি চলছে। দেশের কোথায় আছে দুর্নীতিমুক্ত জায়গা। প্রতিটি জায়গায় পরীক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচারালয় কোথাও যাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ডিন- তারা গোপনে ছাত্র ভর্তি করছে রাতের বেলা। তিনি বলেন, এখন এই দেশে কোন গণতন্ত্র নেই। স্বাধীনতা নেই। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করছেন না, রাষ্ট্রই রাজনীতিবিদদের পরিচালনা করছে। সরকারের উদ্দেশে বলেন, এতো ভয় পান কেন? ছাত্রদলের কাউন্সিল বন্ধ করতে কী বিভিন্ন নাটক দেখালেন, কেন? গণতন্ত্রকে চলতে দিতে চান না। যারা গণতান্ত্রিকভাবে কাজ করতে চায় তাদের বাধা দিতে চান, তাদের পথকে বন্ধ করে দিতে চান উল্লেখ করেন।
×