ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভবন থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টা

প্রকাশিত: ১১:০৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

ভবন থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজের শাহরিয়ার আলম আকাশ নামে এক শিক্ষার্থী কলেজ ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। সে কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। এদিকে এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা কলেজের প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজের দরজা-জানালার কাঁচ ও ভেতরে থাকা গাড়ি ভাংচুর করেছে। কলেজ কর্তৃপক্ষ থামাতে এলে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। পুলিশ জানায়, গুরুতর আহত আকাশকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে মিরপুর-১৩ এর সেকশনের আহসানউল্লাহ আবাসিক এলাকার ১ নম্বর রোডের এ ব্লকের ৪ নম্বর প্লটের বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজ ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আকাশ নামে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তার কলেজ প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কলেজের জানালার গ্লাস ভাংচুর করে। ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের শান্ত করতে কলেজ কর্তৃপক্ষ ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই স্কুলে গিয়ে জানা যায়, এক ছাত্র স্কুলভবন থেকে লাফ দিয়েছেন। তাকে প্রথমে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলে থাকা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি, ছেলেটির পরীক্ষার ফল খারাপ হওয়ায় কলেজ থেকে সকালে তার মাকে ফোন করে বিষয়টি জানানো হয়। এ নিয়ে ছেলেটির সঙ্গে বাড়িতেই মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে সে কলেজে এসে তৃতীয় তলা থেকে নিচে লাফ দেয়। পরে তাকে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, এ ঘটনায় তার সহপাঠীরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে একই ধরনের একটি ঘটনা ঘটে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে। পরীক্ষায় নকল করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। অরিত্রীর বাবা-মাকে ডেকে নিয়ে তার সামনেই অপমান করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই আত্মহত্যা করেন অরিত্রী। এরপর অরিত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাও হয়। এ মামলা এখনও বিচারাধীন। ওই ঘটনার পর আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা।
×