ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

কক্সবাজার সৈকতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক নৃত্যোৎসব

প্রকাশিত: ১১:০৫, ১৭ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজার সৈকতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক নৃত্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ দেশে এই প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আন্তর্জাতিক নৃত্যোৎসব হতে যাচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতে। বাংলাদেশের সমুদ্রসৈকতের সৈন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক পর্যটনের মেলবন্ধন রচনায় নৃত্যসংগঠন দ্য ওয়ার্ল্ড ড্যান্স এ্যালায়েন্স এশিয়া প্যাসিফিক (ডব্লিউডিএ-এপি) বার্ষিক উৎসবের আয়োজন করছে ২২ থেকে ২৫ নবেম্বর। একই সময়ে সংগঠনটির বাংলাদেশ শাখা নৃত্যযোগ শুরু করছে দ্বিবার্ষিক নৃত্যোৎসব ‘ওশান ড্যান্স ফেস্টিভ্যাল ২০১৯’। এশিয়ার ১৫টি দেশের দেড় শতাধিক নৃত্যশিল্পী, শিক্ষক, গবেষক ও কোরিওগ্রাফার এতে অংশগ্রহণ করবে। চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন সহযোগী মাত্রা ও চ্যানেল আই। সমর্থন দিয়েছে সংস্কৃতিমন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও ট্যুরিজম বোর্ড। এ আয়োজনের এ্যাকাডেমিক সহযোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। এ উপলক্ষে রাজধানীর গুলশানের তারকা হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনের বলরুমে এক সংবাদ সম্মেলন হয় সোমবার বিকেলে। এতে উপস্থিত ছিলেন ডব্লিউডিএ-এপি’র দক্ষিণ এশিয়ার সহ-সভাপতি লুবনা মারিয়াম, চ্যানেল আইয়ের ড্রামা এ্যান্ড টেলিফিল্মের মহাব্যবস্থাপক শহিদুল আলম সাচ্চু, মাত্রার পরিচালক সানাউল আরেফিন, নৃত্যযোগের সভাপতি আনিসুল ইসলাম হিরু, নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রথমবারের মতো ডব্লিউডিএ-এপি’র সঙ্গে যৌথভাবে আয়োজন করা হচ্ছে ‘ওশান ড্যান্স ফেস্টিভ্যাল ২০১৯’। এতে আরও থাকবে সংস্থাটির বার্ষিক সাধারণ সভার অংশ হিসেবে বিষয়ভিত্তিক বক্তৃতা ও বক্তব্য উপস্থাপনা, সেমিনার, কর্মশালা ও নৃত্য পরিবেশনা। উৎসবে পরিবেশিত হবে বাংলাদেশ, এশিয়া ও এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন ঘরানার নৃত্য। এ বছরের বিষয় বিষয়বস্তু ‘দূরত্বের সেতুবন্ধন’। সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক দূরত্বকে নাচের মাধ্যমে পূরণের ধারণা তুলে ধরা হবে এতে। এর মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নৃত্যশিল্পী আকরাম খান, ভারতীয় শিল্পী লীলা স্যামসন, ডব্লিউডিএ-এপি’র সভাপতি ড. উর্মিলা সরকার ও সাধারণ সম্পাদক লুবনা মারিয়াম। সংবাদ সম্মেলনে জানানো হয় ইতিমধ্যে তাইওয়ান, কোরিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের অংশগ্রহণকারীরা এ উৎসবে আসবেন বলে নিশ্চিত করেছেন। ওশান ড্যান্স ফেস্টিভ্যালের এক অনন্য অধ্যায় হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বাংলাদেশের ভিন্ন ভিন্ন তিনটি যৌথ প্রকল্প। অন্যটি হচ্ছে ১৫ দিনের একটি কোরিওল্যাব, যেটি শুরু হবে উৎসবের আগে। কানাডীয়-ইরানি অভিজ্ঞ নৃত্যগুরু সাশার যারিফ আগামী ৫ থেকে ১৫ নবেম্বর এ কোরিওল্যাবটি পরিচালনা করবেন। এখানে প্রশিক্ষণ দেয়া হবে মধ্যপ্রাচ্যের নৃত্য ঘরানা ‘ড্যান্স অব মুগাম’। এ ছাড়া উৎসবে থাকবে দক্ষিণ এশিয়ার লোকনৃত্য। দর্শক বিনামূল্যে শুধুমাত্র নিবন্ধনের মাধ্যমে এ উৎসব উপভোগ করতে পারবে। নিবন্ধনের বিস্তারিত জানা যাবে নৃত্যযোগের ওয়েব সাইটে। সংবাদ সম্মেলনের শুরুতে ছিল উৎসব আয়োজনের প্রারম্ভিক ভিডিও প্রদর্শন ও নৃত্য পরিবেশনা। সব শেষে পর্দায় উৎসবের লোগো উন্মোচন করা হয়।
×