ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে তদবিরের অভিযোগ

প্রকাশিত: ১১:০০, ১৭ সেপ্টেম্বর ২০১৯

খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে তদবিরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ॥ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বদলি ও পদায়নের জন্য বিশিষ্ট ব্যক্তিদের জাল স্বাক্ষরযুক্ত সুপারিশ উপস্থাপন করছেন বলে অভিযোগ তুলেছে খোদ তাদের নিয়ন্ত্রণকারী অধিদফতর। জাল সুপারিশ দেয়াসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির শৃঙ্খলাবহির্ভূত বিভিন্ন কর্মকা- তুলে ধরে সম্প্রতি একটি অফিস আদেশ জারি করেছে খাদ্য অধিদফতর। অধিদফতরের মহাপরিচালক মোছাম্মৎ নাজমানারা খানুম স্বাক্ষরিত আদেশে বলা হয়, খাদ্য অধিদফতরের আওতাধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরির শৃঙ্খলাবহির্ভূত আচরণ বা কর্মকা- যথাযথ কর্তৃপক্ষের গোচরিভূত হয়েছে। তারা বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে খাদ্যভবনে তদবিরের জন্য ঘোরাঘুরি এবং অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যবান সময় অপচয় ঘটানোসহ দাফতরিক কর্মপরিবেশ বিনষ্ট করছেন।
×