ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাকরি আত্তীকরণের দাবিতে বিআরডিবি প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯

চাকরি আত্তীকরণের দাবিতে বিআরডিবি প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ আয় থেকে দায় পরিশোধ পদ্ধতি বাতিল করে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে চাকরি আত্তীকরণ করে শতভাগ বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ১৫ প্রকল্পের প্রায় ৮ হাজার কর্মকর্তা কর্মচারী। একইসঙ্গে প্রকল্পগুলোকে নিয়ে বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর করার দাবি জানিয়েছেন তারা। ২০০১ সালের পর থেকে এখন পর্যন্ত এ পদগুলো স্থায়ী না হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ দাবি না মানলে আগামী ১ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করার ঘোষণা দেন তারা। সোমবার জাতীয় প্রেসক্লাবে বিআরডিবির প্রকল্পভুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। গত ১ সেপ্টেম্বর থেকে তারা এ আন্দোলন করছেন বলে জানান। এ সময় তিন দফা দাবি পেশ করা হয়। তাদের দাবিগুলো বিআরডিবি প্রকল্প বা কর্মসূচীতে কর্মরতদের রাজস্ব খাতে স্থানান্তর বা আত্তীকরণের মাধ্যমে চাকরি স্থায়ী করা, প্রকল্পের সব কর্মচারীর শতভাগ বেতন-ভাতা নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতরে রূপান্তর করা। সংবাদ সম্মেলনে বিআরডিবি প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও শারমিন সুলতানাসহ কয়েক শত কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
×