ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুগলের শ্রদ্ধার্ঘ্য

প্রকাশিত: ১০:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

গুগলের শ্রদ্ধার্ঘ্য

বিখ্যাত ব্যক্তিত্বদের শ্রদ্ধার্ঘ্য মানেই গুগল ডুডলের অনন্য শ্রদ্ধার্ঘ্য। সোমবার ১৫ বার গ্র্যামি এ্যাওয়ার্ড বিজয়ী কিংবদন্তি মার্কিন গায়ক বিবি কিংয়ের জন্মদিন। শিল্পীকে শ্রদ্ধা জানাতে তাই ডুডল উৎসর্গ করেছে সেই গায়ককে। কিং অব দ্য ব্লুজ তারই অনবদ্য সৃষ্টি। তিনি শুধুই গায়ক ছিলেন না। বিবি কিং ছিলেন গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক। গুগলে তাই সারাদিন তার জীবনকথা দেখানো হয়। ১৯২৫ সালে ১৬ সেপ্টেম্বর মিসিসিপির বেরক্লেয়ারে জন্ম নেন বিবি কিং। কৃষক পরিবারের সন্তান কিং গিটারের তারে আঙ্গুল ছোয়ালেই সুর ঝরে পড়ত অনায়াসে। পরবর্তীকালে তাকে অনুসরণ করেছেন বহু রকস্টার। তবে তাকে অনুকরণ করে খ্যাতিমান হয়ে উঠতে পারেননি। জন লেননের মতো রক শিল্পী তাই এক সময আফসোস করে বলেছেন, তিনি বিবি কিংয়ের মতো হতে পারলে নিজেকে ধন্য মনে করতেন। শিল্পী হিসেবে বিবি কিংয়ের উত্থান অন্যরকম। তার সঙ্গীত জীবন শুরু হয় চার্চের গসপেল মিউজিকের মাধ্যমে। নিজেকে ছড়িয়ে দিতে তিনি দীর্ঘদিন রাস্তাতেও পারফর্ম করেছেন। পরে রেডিও স্টেশন ডব্লিউডিআইএ-তে চাকরি পান। সেখান থেকেই তার উত্থান। রেডিওর অনুষ্ঠান তাকে জনপ্রিয় করে বেইল স্ট্রিট ব্লু বয়েজ হিসেবে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বিবিই প্রথম শিল্পী যিনি ব্লুজ তারকা হিসেবে ১৫ বার গ্র্যামি এ্যাওয়ার্ড জিতেছিলেন। ১৯৪৯ সালে আগুনের গ্রাস থেকে প্রিয় গিটারকে বাঁচাতে গিয়ে প্রাণ যেতে বসেছিল বিবির। এক নারীকে নিয়ে দুই পুরুষের দ্বন্দ্বের ফলে সেদিন একটি নাইটক্লাবে আগুন লেগেছিল। ভাগ্যক্রমে বিবি ও তার গিটারের কোন ক্ষতি হয়নি। পরে কিং তার সেই গিটারের নাম রাখেন ওই নারীর নামে, লুসিলি। গিটার ছিল কিংয়ের আত্মার দোসর। এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, আমি যখন গান গাই তখনও আমার সঙ্গে থাকে লুসিলি। যখন আমি থামি তখন আমার হয়ে গান শোনায় আমার গিটার। -এনডিটিভি
×