ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৃতীয় শ্রেণির ছাত্রীর মুখে প্রধান শিক্ষকের চুমু, এলাকায় তোলপাড়

প্রকাশিত: ০৮:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৯

তৃতীয় শ্রেণির ছাত্রীর মুখে প্রধান শিক্ষকের চুমু,  এলাকায় তোলপাড়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ এবার তৃতীয় শ্রেণির ছাত্রীর মুখে চুমু দেয়ার অভিযোগ উঠেছে শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইছার বিরুদ্ধে। তিনি বালিয়াতলী ইউনিয়নের কাঙ্কুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় স্কুল এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার ঘটনা। তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে একা অফিস রুমে ডেকে এ ঘটনা ঘটায় প্রধান শিক্ষক। প্রথমে ওই ছাত্রী তার এক বোনকে বিষয়টি বলে। ওই বোন শিশুর বাবা মোস্তফা হাওলাদারকে খবর দেয়। স্কুলে পৌছে শিশুর কাছ থেকে সব শুনে বিষয়টি নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এনামুল হককে বলেন। তিনি জানান, প্রধান শিক্ষককে ডেকে তিনি জিজ্ঞেস করলে পা ধরে ক্ষমা চায়। এমনকি শিশুর বাবা শ্রমজীবী মোস্তফা হাওলাদারের পা জড়িয়ে ধরে ক্ষমা চান প্রধান শিক্ষক মোহাম্মদ ইছা। মোস্তফা হাওলাদার বলেন, ‘তারাও (শিক্ষকরা) মোগো সন্তানের বাপের মতো। ও (মেয়ে) দুই দিন স্কুলে যায়নি। একারণে রুমে একা ডাইক্কা মুখে চুমা দেয়’। অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইছাকে বারবার মোবাইল করলেও মোবাইল করলে। তিনি এসব অস্বীকার করে বলেন, তাকে ওখান থেকে অন্যত্র বদলী করার জন্য এটি ষড়যন্ত্র। তবে কারা ষড়যন্ত্র করছে তা বলেননি। আর পা ধরে মাপ চাওয়ার কথাও অস্বীকার করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার জানান, তিনি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিবেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনুপ দাশ জানান, শিক্ষা অফিসারকে তদন্ত করে জরুরি ব্যবস্থা নেয়ার জন্য বলবেন। মাত্র মাসখানেক আগে যৌনহয়রাণির অভিযোগে কলাপাড়ার একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার পরে ফের এমন ন্যাক্কারজনক অভিযোগ ওঠায় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে আছেন।
×