ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে ১২টি প্রস্তুতি ম্যাচ খেলবে যুব হকি দল

প্রকাশিত: ০৭:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ভারতে ১২টি প্রস্তুতি ম্যাচ খেলবে যুব হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ সালের জুনে ঢাকায় অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকি। এই আসরে খেলবে আট দেশ। গতবারের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও স্বাগতিক বাংলাদেশ খেলবে সরাসরি। তার আগে এ টুর্নামেন্টের বাছাইপর্ব হবে আগামী ১৪-২২ ডিসেম্বর হংকংয়ে। সেখান থেকে আসবে বাকি দলগুলো। এই আসরে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ অনুর্ধ-২১ দলকে দুই সপ্তাহেরও বেশি সময়ের জন্য ভারত পাঠাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ভারতে চন্ডিগড় ও পাঞ্জাবে ১২টি ম্যাচ খেলবে যুব হকি দল। এর মধ্যে ৮টি চন্ডিগড়ে এবং ৪টি ম্যাচ পাঞ্জাবের ভাতিন্দায়। এ উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর ২২ খেলোয়াড় নিয়ে ভারত যাবেন অ-২১ দলের প্রধান কোচ মামুনুর রশিদ। গোলরক্ষক কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক রাসেল খান বাপ্পী। বাহফের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি সিঙ্গাপুর থেকে ফিরলেই আনুষ্ঠানিকভাবে ভারতগামী ২৫ সদস্যের দল ঘোষণা করবে বাহফে।
×