ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিজ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ জয় বাংলাদেশের

প্রকাশিত: ০৭:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ব্রিজ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ চীনের উহানে চলমান বিশ্বকাপ ব্রিজ আসরে এখন পর্যন্ত দারুণ খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই মিশরকে ৬৪-৫৫ আইএমপি পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় খেলায় চমক সৃষ্টি করে নরওয়ের মতো শক্তিশালী দলকে ৪৭-৩৮ আইএমপি পয়েন্টে হারিয়ে। চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ২৪ দেশের এই আসরে ১৪তম স্থানে এবং পঞ্চম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৩তম স্থানে। ২৪ দেশের মধ্যে কমপক্ষে ১৬তম স্থান অধিকারের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ ব্রিজ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়ে বাংলাদেশ জাতীয় ব্রিজ দল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ আসরে খেলতে যায় তারা। ২০১৭ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল লাল-সবুজ বাহিনী। এবার বাংলাদেশের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছেন মনিরুল ইসলাম, রাশেদুল হাসান, শাহ মোঃ জিয়াউল হক, এএইচএম কামরুজ্জামান, আশিকুর রহমান চৌধুরী এবং মশিউর রহমান। বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি আগেই ঘোষণা দিয়েছেন-বাংলাদেশ দল এই আসরে ১৮ তম স্থান অধিকার করতে পারলে তিনি তাদের ৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা বোনাস দেবেন।
×