ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারদন্ড

প্রকাশিত: ০৭:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৯

কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারদন্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সাঁজাপ্রাপ্ত ওই আসামির নাম মিল্টন (৩০)। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। মিল্টন দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খোসবার আলীর ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল সকালে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া-পচামাদিয়া সড়ক থেকে ৬০ গ্রাম হিরোইনসহ মিল্টনকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩১ আগষ্ট আদালতে চার্জসিট দাখিল করে পুলিশ। দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে আসামি মিল্টনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
×