ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদির তেল স্থাপনায় হামলা নিয়ে আমেরিকার নয়া ঘোষণা

প্রকাশিত: ০০:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৯

সৌদির তেল স্থাপনায় হামলা নিয়ে আমেরিকার নয়া ঘোষণা

অনলাইন ডেস্ক ॥ মার্কিন সরকার ঘোষণা করেছে, দেশটি বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখার জন্য নিজের ‘কৌশলগত জ্বালানী ভাণ্ডার’ ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলার জের ধরে যখন বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তখন এ ঘোষণা দিল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কোনওয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর বিশ্ববাজারে স্থিতিশীলতা ধরে রাখার প্রয়োজনে নিজের ‘কৌশলগত জ্বালানী ভাণ্ডার’ ব্যবহার করতে প্রস্তুত রয়েছে মার্কিন জ্বালানী মন্ত্রণালয়। গত শনিবার সকালে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি ঘোষণা করে তারা তাদের দেশের ওপর গত প্রায় পাঁচ বছরের সৌদি আগ্রাসনের জবাবে দেশটির দু’টি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের ঘোষণায় বলা হয়, সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো পরিচালিত ‘বাকিক’ ও ‘খারিস’ তেল শোধনাগারে ১০টি পাইলটবিহীন বিমান বা ড্রোনের সাহায্যে এ হামলা চালানো হয়েছে। ওই হামলায় তেল স্থাপনা দু’টির মারাত্মক ক্ষতি হয় এবং সৌদি তেলমন্ত্রী একথার সত্যতা স্বীকার করেন যে, ওই হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশের উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের ঘাটতি এবং এর জের ধরে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কোনওয়ে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তিনি এমন সময় এ দাবি করলেন যখন ইরান এখন পর্যন্ত বহুবার সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার সঙ্গে কোনো ধনের আলোচনায় বসবে না তেহরান।#
×